‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী’, পশ্চিমবঙ্গের আইপিএস বদলি নিয়ে সরব স্টালিন
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে একের পর এক নেতা সরব হচ্ছেন। আগেই এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবার সকালেই আইপিএস নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে টুইট করে তোপ দেগেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এ বার মুখ খুললেন ডিএমকে প্রধান এম কে স্টালিন।
টুইট করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে যে ভাবে বদলি করল বিজেপি সরকার, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। দেশের সিভিল সার্ভিস দিল্লির শাসকদলের অঙ্গুলিহেলনে চলতে পারে না। প্রধানমন্ত্রীর দফতরকে এই বদলির নির্দেশ ফিরিয়ে নিতে আর্জি জানাচ্ছি'।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.