দার্জিলিং ৩, কলকাতায় ১৩, পৌষের শুরুতেই দাপিয়ে ব্যাটিং শীতের

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:২০

এক ধাক্কায় কলকাতায় ৩ ডিগ্রি পারদ পতন। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। কাঁপছে সমতল থেকে পাহাড়। আর ঢিমে তালে নয়, পৌষের শুরুতেই দাপিয়ে ব্যাটিং শীতের। আরও নামতে পারে পারদ। আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাসে তেমনই ইঙ্গিত মিলছে।

ইতিমধ্যে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকালের তুলনায় ৩ ডিগ্রি কম। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ক্ষেত্রেও ২ ডিগ্রি কম। শহরজুড়ে শীতের আমেজ। দর্শনীয়স্থানে বাড়ছে ভিড়। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পাহাড়েও পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকের সংখ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও