করোনার টিকা পেয়ে নাচলেন স্বাস্থ্যকর্মীরা (ভিডিও)

বাংলাদেশ প্রতিদিন আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৮

সারাবিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনায় সংক্রমণ ও মৃত্যু—দুটিই বাড়ছে যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় দেশটির জনমনে স্বস্তি এসেছে করোনার টিকা। সেই স্বস্তির নিদর্শন দেখা গেল দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে। করোনার টিকা প্রথম চালান পৌঁছেছে এই শহরে। আর তাতে শহরের এক মেডিকেল সেন্টারের স্বাস্থ্যকর্মীরা তো খুশিতে মাতোয়ারা। সেই খুশিতে একসঙ্গে নাচলেন তারা।

সম্প্রতি ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপর দেশটিতে গত সোমবার থেকে টিকা দেওয়া শুরু হয়।

দেশটির সংবাদমাধ্যম বোস্টনের খবরে বলা হয়েছে, গত সোমবার ম্যাসাচুসেটসের কিছু হাসপাতাল ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পায়। বোস্টন মেডিকেল সেন্টার (বিএমসি) ছিল তাদের একটি। এদিন টিকা পাওয়ার খবরে হাসপাতালের কর্মীরা সড়কের পাশে একসঙ্গে নাচেন। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে তারা নাচেন। তাদের নাচের এই ভিডিও গত বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ হয়। এরপর তা ভাইরাল হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও