জাতিসংঘের গাড়িতে গুলি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

বাংলা ট্রিবিউন কাশ্মীর প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১১:৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে দুই সামরিক পর্যবেক্ষককে বহনকারী জাতিসংঘের একটি গাড়িতে গুলি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। পাকিস্তানের তোলা ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দিল্লি। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়, ওই এলাকায় ভারতের পক্ষ থেকে কোনও গুলি চালানো হয়নি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পাকিস্তানের তরফে দাবি করা হয় নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ক্ষতিগ্রস্থদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী গাড়ি লক্ষ্য করে শুক্রবার গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাবাহিনী তীব্র গোলাবর্ষণ চালানোর দিনেই ইসলামাবাদ এমন অভিযোগ তুলেছে। ভারতীয় কর্মকর্তারা অবশ্য বলেছেন পাকিস্তানের গোলাবর্ষণের যথাযথ জবাব দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও