ইয়াবা পাচারে জড়িত বিমানবন্দরের সিঅ্যান্ডএফ?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১০:০০

এশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইয়াবা পাচারের রুট হিসেবে দেশের বিমানবন্দরকে ব্যবহার করছে মাদক পাচারকারীরা। মানুষের সঙ্গে পাঠানোসহ এক্সপোর্ট কার্গো ব্যবহার করে প্রতি মাসে মাদকের চার থেকে পাঁচটি চালান দেশের আন্তর্জাতিক দুই বিমানবন্দর দিয়ে পার করছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, গত দুই বছর ধরে প্রতিমাসেই এই চালানগুলো পাচার হচ্ছে। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকটি সিন্ডিকেট কাজ করছে। এর মধ্যে থেকে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত এক বছরে ইয়াবার কমপক্ষে দশটি চালান মধ্যপ্রাচ্যে পাচার করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বিভিন্ন প্যাকেটের আড়ালে চালান পাচার হচ্ছে। দেশগুলোর মধ্যে আছে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইরাক। তাছাড়া এবছরে এক মাসেই প্রায় পাঁচটি চালান সিঙ্গাপুরে পাচার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও