You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা-ভাঙ্গা-যশোর রেললাইন নির্মাণ কাজ এগিয়ে চলছে

পদ্মা সেতুর সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে ঢাকা-ভাঙ্গা-যশোর রেললাইন নির্মাণ কাজ। এটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে দেশে নতুন মাত্রা যোগ হবে। সেই আশায় দিন গুনছেন দক্ষিণাঞ্চলের মানুষ। প্রশাসন বলছে, পদ্মা সেতুর সাথে একযোগে রেললাইন শুধু দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য নয়, দেশের জন্য আশীর্বাদ নিয়ে আসবে। এছাড়া, ঢাকা বিভাগের ৬ জেলায় বিদ্যমান স্টেশন ছাড়াও কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা ও শিবচরেও যাত্রীদের সুবিধার্থে নতুন ৬টি রেলস্টেশন স্থাপন করা হবে। ঢাকা সিটি কর্পোরেশন, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ৮৭টি মৌজার ওপর দিয়ে ১৭২ কিলোমিটারের এই রেলপথটি নির্মিত হচ্ছে। এতে দারুণ খুশি স্থানীয়রা। স্থানীয় একজন বলেন, এই রেললাইনটি হলে আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা খুব সহজেই ঢাকা যাতায়াত করতে পারবো। এই প্রকল্পটিতে রয়েছে, ২৩ কিলোমিটার ভায়াডাক্ট, ৬৬টি মেজর ব্রিজ, ২.৪৪টি মাইনর ব্রিজ ও কালভার্ট, ১টি হাইওয়ে ওভারপাস, ২৯টি লেভেল ক্রসিং, ৪০টি আন্ডারপাস, ১টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন