হেফাজতের মামলা নিয়ে নতুন করে তৎপর পুলিশ
সাত বছর আগে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাগুলো নিয়ে নতুন করে তৎপর হচ্ছে পুলিশ। পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সংকেতের পর হিমঘরে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত হচ্ছে।
হেফাজত–সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, এতদিন হেফাজতের একটা অংশের সঙ্গে সরকারের এক ধরনের বোঝাপড়া ছিল। তাই মামলাগুলো চাপা পড়েছিল। এরই মধ্যে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর সংগঠনে নতুন নেতৃত্ব এসেছে। এরপর ভাস্কর্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে হেফাজতকে চাপে রাখতে মামলাগুলো সামনে আনা হচ্ছে।
এদিকে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর তিন মাস পর তাঁকে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার হেফাজতের ৩৬ জন নেতা-কর্মীকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা হয়। এই মামলাকেও ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ এবং ‘চাপে ফেলার কৌশল’ বলে দাবি করছেন হেফাজতের নেতারা। চট্টগ্রামের মামলায় ভাস্কর্যের বিরোধিতা করে আলোচনায় আসা হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকও রয়েছেন।