You have reached your daily news limit

Please log in to continue


আইনের ফাঁক দিয়ে বাল্যবিবাহ চলছেই

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আইনের ফাঁকফোকর দিয়ে বাল্যবিবাহ ঘটেই চলেছে। আইনে ত্রুটির পাশাপাশি বাস্তবায়নে উদ্যোগ কম থাকায় তা মেয়েদের সুরক্ষায় কাজে আসছে না। বাল্যবিবাহের কারণে মেয়েদের প্রজননস্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আজ শুক্রবার এক ভার্চ্যুয়াল সংলাপে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭–এর বিশেষ বিধানকে বাল্যবিবাহ প্রতিরোধে অন্যতম বড় বাধা বলে উল্লেখ করেন বক্তারা। আইনটির ১৯ ধারায় ‘বিশেষ বিধান’–এ বলা আছে, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ ও বাবা–মা–অভিভাবকের সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ বলে গণ্য হবে না। ‘প্রতিরোধ করার জন্য প্রচার করুন, আইনি দণ্ডবিধি নিয়ে প্রশ্ন তুলুন: বাল্যবিবাহের প্রতিক্রিয়াগুলোকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করুন’ শিরোনামে ফেমিনিস্ট ইনকোয়ারিজ ইনটু রাইটস অ্যান্ড ইক্যুয়ালিটি (এফআইআরই) জোট এই দক্ষিণ এশিয়া সংলাপের আয়োজন করে। ভার্চ্যুয়াল এই সংলাপে বাংলাদেশের পক্ষে আয়োজক ছিল বেসরকারি সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন