একই দিনে বিয়ে হলো মা ও মেয়ের
একই আসরে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে অবাক করে দিয়েছেন এক মা ও তার মেয়ে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের। খবর গালফ নিউজের।ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনার আওতায় গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানেই ৫৩ বছরের বেলি দেবী নিজের দেবরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
আর সেই আসরেই বিয়ে হয়েছে তার ছোট মেয়ে ইন্দুরও। ২৫ বছর আগে স্বামী হরিহরকে হারিয়েছেন বেলি দেবী। এবার তার ভাই জগদীশকে বিয়ে করলেন বেলি দেবী। জগদীশের বয়স ৫৫ বছর, বেলিদেবীর পাঁচ সন্তান। স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে সন্তানদের বড় করেছেন বেলি দেবী।