‘দুই মোটরসাইকেলে আসা ৫ দুর্বৃত্ত ভাঙচুর করে বাঘা যতীনের ভাস্কর্য’
কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহা বিদ্যালয়ের অধ্যক্ষসহ চারজনকে আটক করেছে পুলিশ। মহাবিদ্যালয়ের নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুটি মোটরসাইকেলে আসা পাঁচ দুর্বৃত্ত মহান এই বিপ্লবীর ভাস্কর্য ভাঙচুর করে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) এ ঘটনায় কুমারখালী থানায় একটি মামলা করা হয়েছে। আর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভাঙচুর
- ভাস্কর্য
- ভাস্কর্যবিরোধী