ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমনের পক্ষে ভিন্ন রকমের গণসংযোগ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। লংগাইর ইউনিয়নের প্রায় ৫০ জন নেতা-কর্মীর একটি দল নিয়ে আজ শুক্রবার পৌরসভার ৮, ৯ ও ৪ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লা ঘুরে ভোটারদেরকে ফুল দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় সবার গায়ে ছিল ‘নৌকায় ভোট দিন’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমনের ছবি সম্বলিত টি-শার্ট। বিষয়টিতে ঐ এলাকায় ভোট উৎসবের আমেজ বিরাজ করছিল ও সাধারণ ভোটারগণ আনন্দ পেয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.