২ মাসের বাচ্চাকে ১৬ কোটি টাকার ইনজেকশন!
ব্রিটেনে মাত্র দু'মাসের এক শিশুকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কী এমন রোগ, যার জন্য এক দুধের শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হবে। এই রোগের নাম জেনেটিক স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি (এসএমএ)।
১৬ কোটি টাকার ইনজেকশন শুনে সকলেই বুঝতে পারছেন যে এই রোগ বিশ্বে র যে কোনও অন্য রোগ এমনকি ক্যান্সারের চেয়েও মারাত্মক। যার চিকিৎসা এতো ব্যয়বহুল। স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি এসএমএ শরীরে এসএমএন -১ জিনের অভাবে ঘটে।
এর ফলে বুকের পেশি দুর্বল হয়ে পড়ে এবং শ্বাস নিতে অসুবিধা হয়। এই রোগটি বেশিরভাগ শিশুদেরই হয় এবং পরে অসুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে রোগী মারা যায়। ব্রিটেনে এই রোগের প্রকোপ বেশি। প্রতি বছর সেখানে প্রায় ৬০ জন এমন শিশু জন্মগ্রহণ করে যাদের এই রোগ রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জটিল
- দুর্বল
- ক্যান্সার
- ইনজেকশন