জাপানে ভারী তুষারঝড়ের পর দুদিন ধরে মহাসড়কে আটকে পড়ে আছে এক হাজারের বেশি যানবাহন। বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ এই সারি ছাড়িয়ে গেছে মাইলের পর মাইল। রাজধানী টোকিওর সঙ্গে নিগাতাকে সংযুক্তকারী কানেটসু এক্সপ্রেসওয়েতে আটকে পড়া চালকদের খাবার, জ্বালানি ও কম্বল বিতরণ করেছে কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জাপানের কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কানেটসু এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে যানজটের খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে একটি ট্রেলার (বড় আকারের ট্রাক) তুষারে আটকে গেলে এ যানজট সৃষ্টি হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.