করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী দেশ থেকে প্রযুক্তি এনে বাংলাদেশে তৈরি করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
শুক্রবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিশ্বের যেসমস্ত দেশ করোনার ভ্যাকসিন তৈরি করেছে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে এনে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে।”
এই বিষয়ে ওইসব দেশের কোম্পানিগুলোর সঙ্গে কথা চলছে বলেও জানান মাহবুবুর রহমান।
দুপুরে এই জেলায় ‘এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, “আমাদের দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির করোনা ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। টেকনোলজি ট্রান্সফার করা হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.