করোনা নিয়ে প্রতিবেদন করায় বিচারের মুখোমুখি অনশনরত চীনা সাংবাদিক
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় আটককৃত সাংবাদিক ঝ্যাং ঝ্যানের বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে চীন। এ মাসের শেষ নাগাদ বিচারের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। খবর এএফপির।
গত বছরের শেষ নাগাদ চীনের উহান থেকে করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে। তখন মহামারির খবর ধামাচাপা দেয়া ও সতর্ককারীদের মুখ বন্ধ রাখার অভিযোগ উঠেছিল বেইজিংয়ের বিরুদ্ধে। সাবেক আইনজীবী, ৩৭ বছর বয়স্ক ঝ্যাং গত ফেব্রুয়ারিতে উহান থেকে ঘুরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও স্ট্রিমিংয়ে তার অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন।