কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাহমুদউল্লাহ একা টানলেন খুলনার ইনিংস

প্রথম আলো শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৯:১০

দুই উইকেট নেই। গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান চেপে ধরেছিলেন জেমকন খুলনার রানের চাকা। অধিনায়ক মাহমুদউল্লাহর টিকে থাকা ছাড়া আর কোনো গতি নেই। এমন সময় রকিবুলের স্পিনে এলবিডব্লু হতে পারতেন ৭ রানে অপরাজিত মাহমুদউল্লাহ। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান খুলনার অধিনায়ক। বাঁচান খুলনাকেও। তাঁর ৪৮ বলে ৭০ রানের অধিনায়কোচিত ইনিংসে খুলনা শেষ পর্যন্ত করে ৭ উইকেটে ১৫৫ রান। ফাইনাল ম্যাচের জন্য যে রানটা একদম কমও না।

এই প্রতিবেদন লেখার সময়ে জবাব দিতে নেমে চট্টগ্রাম ৭ ওভারে ২ উইকেটে করেছে ৪২ রান।

ম্যাচের শুরু থেকে ভাগ্য কথা বলছিল চট্টগ্রামের হয়ে। পুরো টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রামের বোলাররা ব্যাটসম্যানদের কাজ সহজ করে এসেছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালেও চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুনের হয়তো একই প্রত্যাশা ছিল। তাই টসে জিতে দায়িত্বটা বোলারদেরই দিলেন চট্টগ্রাম অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও