![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/18/og/190204_bangladesh_pratidin_DINAJPUR_Boddohvumi-Behaldosa.jpg)
গণকবরগুলো আজও অরক্ষিত, অবহেলিত
দিনাজপুর চিরিরবন্দরের পাঁচটি বধ্যভূমি চরম অযত্ন ও অবহেলায় রয়েছে। এসব গণকবরে সীমানা প্রাচীর না থাকায় দেখভালের অভাবে গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে।
উপজেলায় আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি জে বি উচ্চ বিদ্যালয় চত্বর, ইসবপুর ইউনিয়নের কামারপাড়া-নওখৈর, আব্দুলপুর ইউনিয়নের বানিয়াজুগি, পুনট্টি ইউনিয়নের ভেলামতি নদীর তীর ও তেঁতুলিয়া ইউনিয়নের বেলান নদীর তীরে গণকবর রয়েছে।