কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের সামনে অস্ট্রেলিয়ার করুণ অবস্থা!

কালের কণ্ঠ অস্ট্রেলিয়া প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:০৫

নিজেদের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া কী করতে পারে তা সবার জানা। কিন্তু অ্যাডিলেডে প্রথম ইনিংসে তাদের করুণ অবস্থা! ভারতের প্রথম ইনিংসে করার ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অজিদের ইনিংস ভারতের কাছাকাছিও যেতে পারেনি! মাত্র ৭২.১ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা। পেস স্বর্গে অশ্বিনের ঘূর্ণিতে অজিরা অল-আউট হয়েছে মাত্র ১৯১ রানে! ভারত ৫৩ রানে এগিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে।

৬ উইকেটে ২৩৩ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। আজ দ্বিতীয় দিন আর মাত্র ১০ রান যোগ হতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। বল হাতে ৪ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ চালান পেসার মিচেল স্টার্ক। আশ্চর্য হলেও সত্য যে, বিরাট কোহলির ৭৪ ছাড়া ভারতের ইনিংসে আর একটাও ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন চেতেশ্বর পূজারা। অনেক বিতর্কের পর একাদশে সুযোগ পাওয়া ঋদ্ধিমান সাহা মাত্র ৯ রানে আউট হয়ে ক্যারিয়ারকে আরও বিপদে ফেলে দিয়েছেন। ভারত অল-আউট হয়েছে ২৪৪ রানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও