মধ্যরাতে সূর্য ওঠে যে দেশে
‘আইসল্যান্ড’ নামটি শুনলে মনে হতে পারে দেশটি বরফে আবৃত কোনো একটি দেশ। আইসল্যান্ডে পা রাখার আগপর্যন্ত আমার নিজেরও একই ধারণা ছিল এ দেশটিকে ঘিরে, কিন্তু যখন আইসল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা হলো, তখন সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম, যা শোনার সঙ্গে সঙ্গে যেকোনো মানুষের চক্ষু চড়ক গাছে পরিণত হওয়ার উপক্রম হবে।
সময়টা ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি। ইউরোপে তখন শীত তীব্রভাবে জেঁকে বসেছে। এমন একটি সময় যখন আইসল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করি, অনেকে আমার এ পরিকল্পনায় সায় দিচ্ছিলেন না। কিন্তু আমি একেবারে নাছোড়বান্দা, কারও কথায় কোনো ধরনের কর্ণপাত না করে নিজের ইচ্ছাতেই এ সময়টা বেছে নিই আইসল্যান্ড ভ্রমণের জন্য। এর পেছনে একটা কারণ ছিল অবশ্য, এ সময়টাতে আসলে অ্যারোপ্লেনের টিকিটের দাম ছিল তুলনামূলক কম—যদিও আমি তিন মাস পূর্বেই টিকিট কনফার্ম করে রেখেছিলাম।