মুখ্যসচিব-ডিজিকে তলবের পর ভিডিয়ো প্রস্তাবে কেন্দ্রের সম্মতি
রাজ্যের ভিডিয়ো বৈঠকের প্রস্তাবে রাজি কেন্দ্র। আজ, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে তলব করেন। কিন্তু তার পরিবর্তে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রস্তব দেয় রাজ্য। অবশেষে তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্রও। এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার গাড়িতে হামলার প্রেক্ষিতে মুখ্যসচিব এবং ডিজি-কে তলব করা হয় দিল্লিতে। গত বৃহস্পতিবার নবান্নকে চিঠি দিয়ে আজ শুক্রবার, বিকেলে নয়াদিল্লির নর্থ ব্লকে তাঁদের পৌঁছতে বলা হয়েছে। কিন্তু তাতে রাজি ছিল না নবান্ন। এমন কী পশ্চিমবঙ্গের ৩ ‘বিতর্কিত’ আইপিএস অফিসারকে বদলির ঘটনাতেও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত চরমে পৌঁছয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.