You have reached your daily news limit

Please log in to continue


গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হাতের মুঠোয়

গণ বিশ্ববিদ্যালয়ের ৩২ একর প্রাণবন্ত থাকে বছরজুড়ে। যদিও প্রকৃতির মাঝে গড়ে তোলা বিশাল খোলামেলা সেই ক্যাম্পাস এখন জনশূন্য। করোনা-আতঙ্কে ক্লাসরুম ছেড়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এখন শুধুই মুঠোফোন কিংবা কম্পিউটারের পর্দায়। পুরো ক্যাম্পাসটাই যেন এখন অনলাইনে স্থানান্তরিত হয়ে গেছে। ক্লাস-পরীক্ষা সবই চলছে সেখানে। একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও সম্পন্ন করেছে অনলাইনে৷ চলতি সেমিস্টারের একাডেমিক পাঠদান চলছে নিয়মিত। ক্লাস ও পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য একাধিক প্রক্রিয়া অবলম্বন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। লিখিত অ্যাসাইনমেন্টের পাশাপাশি প্রতিটি কোর্সেই শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষাও নিচ্ছেন তারা। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্র। তিনি বলেন, অনলাইন ক্যাম্পাস; আর ছাত্র-ছাত্রী মুখরিত মূল ক্যাম্পাস (পড়ালেখা-পরিবেশ) এক নয়। অনলাইন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহযোগিতাই মুখ্য। অনেক বাধা বিপত্তির পরও অনলাইন পড়ালেখা শিক্ষক ও শিক্ষার্থী মধ্যে নিবিড় বন্ধন তৈরি হচ্ছে। সরাসরি ক্লাসে যে আনন্দ উপভোগ করা হয়, অনলাইনে ক্লাসে প্রাণের ঘাটতি থেকেই যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন