গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হাতের মুঠোয়

ডেইলি বাংলাদেশ গণ বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:১১

গণ বিশ্ববিদ্যালয়ের ৩২ একর প্রাণবন্ত থাকে বছরজুড়ে। যদিও প্রকৃতির মাঝে গড়ে তোলা বিশাল খোলামেলা সেই ক্যাম্পাস এখন জনশূন্য। করোনা-আতঙ্কে ক্লাসরুম ছেড়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এখন শুধুই মুঠোফোন কিংবা কম্পিউটারের পর্দায়।
পুরো ক্যাম্পাসটাই যেন এখন অনলাইনে স্থানান্তরিত হয়ে গেছে। ক্লাস-পরীক্ষা সবই চলছে সেখানে। একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও সম্পন্ন করেছে অনলাইনে৷ চলতি সেমিস্টারের একাডেমিক পাঠদান চলছে নিয়মিত।

ক্লাস ও পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য একাধিক প্রক্রিয়া অবলম্বন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। লিখিত অ্যাসাইনমেন্টের পাশাপাশি প্রতিটি কোর্সেই শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষাও নিচ্ছেন তারা।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্র। তিনি বলেন, অনলাইন ক্যাম্পাস; আর ছাত্র-ছাত্রী মুখরিত মূল ক্যাম্পাস (পড়ালেখা-পরিবেশ) এক নয়। অনলাইন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহযোগিতাই মুখ্য। অনেক বাধা বিপত্তির পরও অনলাইন পড়ালেখা শিক্ষক ও শিক্ষার্থী মধ্যে নিবিড় বন্ধন তৈরি হচ্ছে। সরাসরি ক্লাসে যে আনন্দ উপভোগ করা হয়, অনলাইনে ক্লাসে প্রাণের ঘাটতি থেকেই যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও