বিজয়ের দুইদিন পর শত্রুমুক্ত হয় রাজবাড়ী
১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে তখনও রাজবাড়ীতে চলছে বিহারী, পাকবাহিনী ও রাজকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমল যুদ্ধ। পরবর্তীতে আশপাশের জেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে স্থানীয় মুক্তিযোদ্ধার সাথে সংগঠিত হয়ে ১৮ ডিসেম্বর রাজবাড়ীকে শত্রুমুক্ত করে অর্থাৎ সারাদেশ স্বাধীন হওয়ার দুইদিন পর রাজবাড়ী শত্রুমুক্ত হয়।
সারাদেশ বিজয় উদযাপন করে ফেললেও রাজবাড়ী শহর তখনো বিহারীদের কবল থেকে মুক্ত হয়নি। তারপর জেলাসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে মুক্তিবাহিনী এসে শহরে সংগঠিত হয়।