কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নামেই পৌরসভা, মিলছে না নাগরিক সেবা

প্রথম আলো মদন প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১২:০৯

তিনতলা ভবনের সামনে ছোট সড়ক। তারপর মগড়া নদী। প্রাঙ্গণে স্তূপ করে রাখা ব্যবসায়ীদের ইট, সুরকি ও বালু। তাতে কয়েকটি ছাগল ও কুকুর খেলা করছে। ভবনের ডান পাশ ও পেছনে জলাশয়। বাঁ পাশে বিস্তীর্ণ কৃষিজমি। ভবনের আঙিনায় চড়ছে মুরগি। নিচতলার কক্ষগুলোতে আবর্জনার স্তূপ। নেই সেবাগ্রহীতা বা কর্মকর্তাদের ভিড়।

এ হচ্ছে নেত্রকোনার মদন পৌরসভার ভবন। জাহাঙ্গীরপুর এলাকায় এই ‘খ’ শ্রেণির পৌর ভবনের অবস্থান। গত ১০ ডিসেম্বর সেখানে গিয়ে দেখা যায় এ চিত্র। মদন পৌরসভার বয়স ২০ বছর। পৌর ভবন যেন পৌর শহরের প্রতীক। পৌরবাসীর জীবনে তেমন কোনো ছোঁয়া লাগেনি শহুরে জীবনের। চারদিকে গ্রামীণ আবহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও