ধূপগুড়ির কাপড়পট্টিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৩৫টি দোকান, কয়েক কোটির ক্ষতির আশঙ্কা
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ধূপগুড়ির কাপড়ের বাজারে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত কমপক্ষে ৩৫টি দোকান। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাতভর চেষ্টা করেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি দমকলবাহিনী। তার উপর বাদ সেধেছে জলের আকাল। কাছেপিঠের জলাশয়গুলি বেআইনি ভাবে ভরাট করাতেই আগুন নেভানোর জন্য জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
বৃহস্পতিবার ভোর রাতে ধূপগুড়ি বাজারের থানা রোডের পার্শ্ববর্তী কাপড়পট্টিতে বিধ্বংসী আগুন লাগে। রাত ২টো বেজে ২০ মিনিট নাগাদ গাড়িতে চেপে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পান। তিনিই ধূপগুড়ি থানায় ফোন করে খবর দেন। হাঁকডাক করে স্থানীয় বাসিন্দাদের জড়ো করেন। খবর দেওয়া হয় দমকলকেও। সেই মতো প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আর্থিক ক্ষতি
- দোকান
- আগুন
- কাপড়
- আশঙ্কা
- ভস্মীভূত
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে