আমেরিকায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন ডঃ ডেভিড নেলিন
১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। দেখতে দেখতে দীর্ঘ ৪৯ বছর কেটে গেল। স্বাধীনতা সংগ্রামে যেমন যোগ দিয়েছিলেন বাঙ্গালীরা প্রাণ দিয়ে ছিলেন লক্ষ লক্ষ বাংলাদেশী, সেই সঙ্গে প্রত্যক্ষ বা পরক্ষভাবে স্বাধীনতা অর্জনে যোগ দিয়ে ছিলেন অনেক বিদেশীরাও। ১৯৭১ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ছিলেন কিছু উদারপন্থী আমেরিকান তরুণ।
যুক্তরাষ্ট্র কংগ্রেস এবং আমেরিকার জনগণের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র এবং নৃশংস হত্যাকাণ্ড তুলে ধরতে আমেরিকান তরুণরা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ইনফর্মেশনাল সেন্টার। তদানীন্তন পূর্ব পাকিস্তানে আমেরিকান কন্স্যুলেটের কর্মকর্তা, কলেরা রিসার্চ ইনিষ্টিটিউটে কর্মরত আমেরিকান চিকিৎসক, হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ আরও অনেকে ঐ আন্দোলনে শরিক হয়ে ছিলেন। মেরিল্যান্ডের বল্টিমোর বন্দরে পাকিস্তানগামী অস্ত্র বোঝাই জাহাজ ঘেরাও থেকে শুরু করে হোয়াইট হাউজের সামনে প্রতিবাদ করেছেন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.