কাতার-সৌদি আরব থেকে ৮০ হাজার টন সার আমদানিতে সায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:২৮
কাতার ও সৌদি আরব থেকে ৮০ হাজার টন সার আমদানিতে সায় দিয়েছে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১৭৯ কোটি ৩৭ লাখ টাকায় এ সার আনা হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে চুক্তিবদ্ধ ৬ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সারের মধ্যে নবম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) থেকে এ সার আমদানি হবে। এর ক্রয় মূল্য ৬৬ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকা। প্রতি টনের দাম পড়ছে ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার।