কাতার ও সৌদি আরব থেকে ৮০ হাজার টন সার আমদানিতে সায় দিয়েছে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১৭৯ কোটি ৩৭ লাখ টাকায় এ সার আনা হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে চুক্তিবদ্ধ ৬ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সারের মধ্যে নবম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) থেকে এ সার আমদানি হবে। এর ক্রয় মূল্য ৬৬ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকা। প্রতি টনের দাম পড়ছে ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.