![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/17/india-australia-171220-01.jpg/ALTERNATES/w640/india-australia-171220-01.jpg)
গোলাপি বলে ভারত-অস্ট্রেলিয়ার জমজমাট লড়াই
মন্থর, একটু বাড়তি বাউন্স থাকা উইকেটে সারা দিন দারুণ বোলিং করে গেলেন অস্ট্রেলিয়ার বোলাররা। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞতায় জবাব দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। গোলাপি বলের টেস্টের প্রথম দিনে অ্যাডিলেইডে দেখা গেল ব্যাট-বলের জমজমাট লড়াই।
অ্যাডিলেইড ওভালে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান। ঋদ্ধিমান সাহা ৯ ও রবিচন্দ্রন অশ্বিন ১৫ রানে ব্যাট করছেন।