ভালো না হলে সিনেমায় কাজ করার ইচ্ছে নেই : শবনম ফারিয়া
বিজয় দিবসের সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে বসেছিল তারার মেলা। সিনেমা ও টিভির অনেক তারকা একসঙ্গে বসে দেখেছেন নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা।
আয়োজনে বড় ও ছোট পর্দার তারকার মধ্যে হাজির হয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁকে ঘিরে আগ্রহটা যেন একটু বেশি। কারণ, বিবাহবিচ্ছেদের ঘোষণার পর এমন আয়োজনে তাঁর দেখা মিলেছে প্রথমবার।