![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1244618!/image/image.jpg)
বিমান থেকে মাটিতে পড়েও অটুট আইফোন! উঠল পতনের ভিডিয়োও
ব্রাজিলের এক ডকুমেন্টারি চিত্রনির্মাতা বিমানে সফরের সময় জানলা দিয়ে নিজের আইফোন বের করে ছবি তুলছিলেন। সে সময় তাঁর হাত থেকে পড়ে যায় ফোনটি। কিন্তু অত উঁচু থেকে পড়েও অক্ষত তাঁর ফোন। শুধু তাই নয়। উপর থেকে নীচে পড়ার ঘটনার ভিডিয়োও রেকর্ড হয়েছে ফোনে। ওই চিত্রনির্মাতা তো বটেই, এই ঘটনায় যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটাগরিকরাও।