![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchina-ppe-1-20201217091309.jpg)
চুয়াডাঙ্গা সীমান্তে মুক্তিযোদ্ধাদের সমাধিতে বিএসএফের শ্রদ্ধা
সম্মুখযুদ্ধে পাক বাহিনীকে পরাজিত করে দেশের জন্য জীবন দিয়ে ভারত সীমান্তে চিরনিদ্রায় শায়িত আছেন ছয় বীর মুক্তিযোদ্ধা। তারা সবাই ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) সদস্য। শহীদ এই ছয় বীর মুক্তিযোদ্ধার কবর রয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের শূন্যরেখায়।
বিজয়ের ৪৯ বছর পর এই প্রথম চুয়াডাঙ্গার মাধবখালী সীমান্তে মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সঙ্গে সন্মুখ সমরে শহীদ ছয় বীর মুক্তিযোদ্ধার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।