টাঙ্গাইলে কৃষি ব্যাংকে ঝাড়ুতে বেঁধে পতাকা উত্তোলন!
বিজয় দিবসে কৃষি ব্যাংক টাঙ্গাইলের বাসাইল শাখায় ঝাড়ুতে বেঁধে পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে কৃষি ব্যাংকের সিকিউরিটি অভিযুক্ত সুলতান আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের জেল দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কৃষি ব্যাংক বাসাইল শাখার টপ সিকিউরিটি সুলতান আহমেদ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ঝাড়ুর মধ্যে জাতীয় পতাকা বেধে ভবনটির ছাদে উত্তোলন করে। এরপর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ব্যাংকের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।