সন্তানের অপেক্ষা করতে করতে হঠাৎ মন খারাপ কেন অনুষ্কার?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ২০:০১

মাতৃত্বের আনন্দের মাঝে হঠাৎই মনে পড়ে গেল পুরনো কিছু মুহূর্তের কথা। যখন দেহে কোনও জড়তা ছিল না। যখন এত নিয়মকানুনর ধার ধারত না শরীর। সন্তানের অপেক্ষা করতে করতে যেন সেই সময়গুলোকে মিস করতে লাগলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রমাণ মিলল তাঁর নতুন ইনস্টা পোস্টে।

পুরনো ছবি। বাগানে একটি চেয়ারের উপর বসে রয়েছেন তিনি। সাদা রঙের টি-শার্ট, নীল ডেনিম পরে বাটি করে কিছু একটা খাচ্ছেন। আর মুখে হাসি। ছবির ক্যাপশনে লেখা, ‘পুরনো ছবি। যখন আমি এ ভাবে বসে বসে খেতে পারতাম। কিন্তু এখন আর আমি এ ভাবে বসতে পারি না। তবে খেতে পারি।’ পাশে একটি হাসির ইমোজি।

কমেন্ট করেছেন অভিনেত্রী টিস্কা চোপড়া, আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ, গায়িকা নীতি মোহন প্রমুখ তারকারা। প্রত্যেকেই অনুষ্কার এই স্মৃতিচারণে হেসে উঠেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও