You have reached your daily news limit

Please log in to continue


ইন্টারোগেশন

নভেম্বরের শুরুতে বেশির ভাগ ফ্রন্টে যুদ্ধ তখন আর চোরাগোপ্তা নেই। ক্লান্ত গেরিলাদের সরিয়ে আমরা রেগুলার সৈন্যদের সামনে আনতে শুরু করেছি। ব্যাটল ফরমেশন ধীরে ধীরে কেতাবি হয়ে উঠছে। ক্যাম্প কমান্ডারের তাঁবুর ভেতর তেপায়া স্ট্যান্ডে খাড়া করা ব্ল্যাকবোর্ডে চকখড়ি দিয়ে আমরা যেসব যুদ্ধ-ছক আঁকছি, সেগুলো ক্রমাগত ভরে উঠছে দুর্বোধ্য সামরিক জারগনে। এ রকম দিনে কদমতলী সীমান্তে একটা ইন্টারোগেশনের জন্য আমার ডাক পড়ল। ওখানকার ক্যাম্প কমান্ডারকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দুদিন আগে একটা অভিযান ব্যর্থ হয়েছে। বাজে ক্যাজুয়ালটি। তার জবাবদিহি। রুটিন কাজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন