পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলা করতে হবে: শেখ হাসিনা

বিডি নিউজ ২৪ গণভবন প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৩১

সাম্প্রদায়িক যে কোনো তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রকাশের পাশাপাশি যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলা করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিজয় বিদসে বুধবার আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা উঠানোর চেষ্টা হয়েছে..বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে।

“আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বীদের অবহেলার চোখে দেখব, তা নয়। কারণ মনে রাখতে হবে, সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদেশ স্বাধীন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও