চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বাসায় মিষ্টি নিয়ে পুলিশ
চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বাসায় মিষ্টি নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীতে কোতোয়ালী থানা এলাকার অন্তত ২০ জন বীর মুক্তিযোদ্ধার বাসায় মিষ্টি আর ফল নিয়ে উপস্থিত হয় থানা পুলিশের সদস্যরা।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের বীরত্বের জন্য বাঙালি স্বাধীন দেশ পেয়েছে। আমরা যে প্রজাতন্ত্রের কর্মচারী হতে পেরেছি সেটাও এ মুক্তিযোদ্ধাদের জন্য।
“জীবনের মায়া ত্যাগ করে তারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন। বিজয়ের মাসের এদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে পেরে আমরা কোতোয়ালী থানা পরিবার গর্বিত।”
সকাল থেকে থানা এলাকায় বসবাস করা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, গেরিলা কমান্ডার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, গোলাম নবী, প্রশান্ত সিংহ, কল্যাণ কুমার সেন, সুরজিত কান্তি দাশ, বীর নারী মুক্তিযোদ্ধা দেবী চৌধুরীসহ প্রায় ২০ জনের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানানোর কথা জানান ওসি মহসিন।