টেলিকমে চিনা যন্ত্রাংশে এ বার নিষেধাজ্ঞার ইঙ্গিত কেন্দ্রের
মোবাইল অ্যাপের পরে এ বার কেন্দ্রের নিশানায় চিনা টেলিকম যন্ত্রাংশ। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সঙ্ঘাতের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলকে চিনা যন্ত্রাংশ ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল আগেই। সূত্রের খবর, নরেন্দ্র মোদী সরকার এ বার টেলি যোগাযোগ যন্ত্রাংশ প্রস্তুতকারী বেশ কয়েকটি চিনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করতে চলেছে।
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বুধবার জানান, কেন্দ্রের তরফে শীঘ্রই টেলি যন্ত্রাংশ সরবরাহের অনুমোদনপ্রাপ্ত বিদেশি সংস্থাগুলির একটি তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘‘নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকে টেলিকম ক্ষেত্রে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ‘বিশ্বস্ত’ এবং ‘অবিশ্বস্ত’ প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করা হবে।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে