আর কদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব কাঁধে নিচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জো বাইডেন। মধ্যপ্রাচ্যে দেশটির প্রতিদ্বন্দ্বী ইরান তাতে খুব উচ্ছ্বাস প্রকাশ না করলেও নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের পরাজয় এবং অনেক জল ঘোলা করে এখন তাকে নির্বাচনের ফল মেনে নিয়ে হোয়াইট হাউস ছাড়তে রাজি হতে দেখে ভীষণ খুশি তারা।
খুশি হওয়ার কথা প্রকাশ করেছেন স্বয়ং ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। টেলিভিশনে প্রচারিত প্রচারিত এক সভায় মন্ত্রিসভার সদস্যদের বলেন, ‘ওই ‘দুর্বৃত্ত’ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আইনভঙ্গকারী লোকটাকে হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে দেখে আমরা খুবই খুশি।’ খবর আল জাজিরার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.