You have reached your daily news limit

Please log in to continue


‘আমার সোনার বাংলা’ যেদিন প্রথম বেজেছিল পাকিস্তানে

মানুষটার কথা ভুলেই গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। ৩১ বছর আগের কথা, মনে করিয়ে না দিলে মনে থাকার কথাও নয়। ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য খেলার ক্রীড়াবিদদের তো খুব একটা মনে রাখা হয় না। না হলে পাকিস্তানের মাটিতে প্রথম জাতীয় সংগীতের সুমধুর সুর বেজেছিল যাঁর কল্যাণে, তাঁকে আমরা ভুলে যাব কেন! তিনি মোখলেসুর রহমান। একসময় দেশের অন্যতম সেরা সাঁতারু। ১০০ মিটার ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে টানা তিন সাফ গেমসে দেশের হয়ে সোনা জিতেছিলেন তিনি। তবে তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় জয় বোধ হয় ১৯৮৯ ইসলামাবাদ সাফ গেমসে জেতা প্রথম সোনার পদক। সেটির সঙ্গে যে অন্য রকম এক আবেগ মিশে ছিল। স্বাধীনতার পর তাঁর সেই সোনা জয় দিয়েই যে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো বেজেছিল বাংলাদেশের জাতীয় সংগীত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন