![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F2ee94950-2d50-495e-a760-6fcbdbe2a6fb%252Fprothomalo_bangla_2020_09_be44bac2_94ed_4d11_9da7_7fdad25c4b81_IMG_8327.jpg%3Frect%3D0%252C88%252C1248%252C655%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দেশে শ্রমশক্তির উৎপাদনশীলতা কমেছে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব দেশ দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এই সময়ে বাংলাদেশের দারিদ্র্য ৩ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু কোভিডের কারণে সেই অর্জন ফিকে হয়ে আসছে।
অন্যদিকে দেশে শ্রমশক্তির উৎপাদনশীলতা কমেছে। ২০০০-২০০৯ সালে দেশের শ্রমশক্তির উৎপাদনশীলতা ছিল ৫ শতাংশের মতো, ২০০৯-২০১৯ সালে তা কমে ৪ শতাংশের নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।