ভারতের সাবেক ও একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হঠাৎই বিতর্কের কেন্দ্রে। তাঁর আত্মকথার শেষ পর্ব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বেশ কয়েক খণ্ডে তাঁর আত্মজীবনী লিখেছেন প্রণব মুখোপাধ্যায়। প্রকাশিত খণ্ডগুলি নিয়ে তেমন কোনো বিতর্ক হয়নি। হচ্ছে শেষ খণ্ড নিয়ে। বইয়ের নাম 'মাই প্রেসিডেন্সিয়াল ইয়ারস'। বইটি এখনো প্রকাশিত হয়নি। কিন্তু তার কিছুটা অংশ সামনে এসেছে।
সেখানে দেখা গেছে, প্রণববাবু লিখেছেন, ‘'কংগ্রেসে অনেকের অভিমত ছিল, ২০০৪ সালে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তা হলে, ২০১৪ সালে কংগ্রেসের ভড়াডুবি এড়ানো যেত। আমি এই মত মানি না। তবে ২০১২-তে আমি রাষ্ট্রপতি হওয়ার পর কংগ্রেসের রাজনৈতিক দিশা নষ্ট হয়ে যায়। সোনিয়া গান্ধী তখন দলের বিভিন্ন বিষয় ঠিকমতো পরিচালনা করতে পারছিলেন না। সংসদে মনমোহন সিং দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। তার ফলে সাংসদদের সঙ্গে তাঁর যোগাযোগ নষ্ট হয়।''
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.