বার্সেলোনার সঙ্গে চুক্তির শেষ মৌসুমে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনা তার সঙ্গে নতুন চু্ক্তির চেয়ে বেতন কমানোর আলাপই বেশি করছে। ওদিকে কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় আছে ম্যানচেস্টার সিটি এবং পিএসজি।
মেসির সাবেক জাতীয় দলের সতীর্থ এবং ম্যানসিটির সাবেক তারকা ডিফেন্ডার পাবলো জাবালেতা কখনই ভাবেননি, বার্সেলোনায় মেসির এই অবস্থা হবে। কখনও চুক্তির শেষ বছরের মেসি পা দেবেন এটা ভুলেও মাথায় আসেনি সাবেক আর্জেন্টাইন রাইট ব্যাকের। এখন তাই মেসিকে বার্সা ছেড়ে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
ওয়েস্ট হ্যামের হয়ে খেলা ৩৫ বছর বয়সী জাবালেতা বলেছেন, 'আমি কখনও ভাবিনি মেসি বার্সেলোনায় তার চুক্তির শেষ বছরে পা দেবে। মেসিকে বার্সায় এই অবস্থায় দেখা হতাশার। দল হিসেবে তারা ভালো খেলছে না। ফুটবলটাকে উপভোগ করছে না। মৌসুম শেষে মেসি কোথায় থাকে সেটা আমরা তাই পরে দেখবে পাবো। তবে আমি মনে করি, তার জন্য সেরা ক্লাব ম্যানসিটি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.