লিভারপুলের চোট–সমস্যা? মরিনিওর মানতে বয়েই গেছে

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১৫:২৯

মৌসুমের শুরু থেকেই চোট–সমস্যায় জর্জরিত লিভারপুল। আজ টটেনহামের বিপক্ষে ম্যাচ খেলার জন্য অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ব্রাজিলের মিডফিল্ডার ফাবিনিও, লেফটব্যাক অ্যান্ডি রবার্টসন, রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, গোলরক্ষক আলিসন বেকার ফিট থাকলেও মৌসুমের বিভিন্ন সময়ে তাঁরা চোটগ্রস্ত ছিলেন। ম্যাচের আগে তাই টটেনহামের কোচ জোসে মরিনিওকে যখন লিভারপুলের চোট–সমস্যা নিয়ে জিজ্ঞেস করা হয়, পাত্তাই দিতে চাইলেন না এই পর্তুগিজ!

লিভারপুলের মূল দলের অধিকাংশ খেলোয়াড়ই যদি মরিনিওর টটেনহামের বিপক্ষে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকে, তাহলে সে দলের চোট–সমস্যাটা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই কোচ, ‘আলিসন চোটগ্রস্ত নয়। আলেক্সান্ডার-আরনল্ড চোটগ্রস্ত নয়। ফাবিনিও চোটগ্রস্ত নয়। আমার মনে হয় মাতিপ খেলবে। রবার্টসন চোটগ্রস্ত নয়। হেন্ডারসন চোটে নেই। ভাইনালডম চোটে নেই। সালাহ চোটগ্রস্ত নয়। ফিরমিনো চোটে নেই, মানেও চোটে নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও