স্মৃতিসৌধে গণমানুষের ঢল
জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি সামরিক সচিবদের বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতি সৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সর্বপ্রথম রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন ও পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এর পর জন সাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রদ্ধাঞ্জলী
- গণমানুষ