নলছিটি বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে সরকারি নির্দেশে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সুযোগে বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে সেশন ফির নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বিধিবহির্ভূতভাবে ১ হাজার টাকা করে অদায় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের অসুবিধার কথা ভেবে এবং অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন অকার্যকর বা বন্ধ হয়ে না যায়, কিংবা বেতন না পেয়ে কর্মচারীদের জীবন যেন সংকটে না পড়ে, এই সব দিক বিবেচনায় রেখে শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়সমূহ কোন খাতে কত টাকা নিতে পারবে সেই নির্দেশনা দিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে।