You have reached your daily news limit

Please log in to continue


১৬ বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেবেন লিপটন সরকার

বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ১৬তম বারের মতো বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে যাচ্ছেন সাঁতারু লিপটন সরকার। টানা ১৫ বারের মতো এ চ্যানেল জয় করার রেকর্ড রয়েছে তাঁর। বিজয় দিবসের দিন সাঁতার প্রসঙ্গে লিপটন সরকার প্রথম আলোকে বলেন, তাঁর এবারের সাঁতার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সব শহীদ সূর্যসন্তানের স্মৃতির প্রতি উৎসর্গ করতে চান। লিপটন আরও বলেন, ২০০৬ সাল থেকে প্রতিবছর তিনি সাঁতরে এই চ্যানেল অতিক্রম করছেন। সবশেষ গত ৩০ নভেম্বর ১৫তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২০-এ অংশ নিয়ে টানা ১৫ বারের মতো এ চ্যানেল জয় করার রেকর্ড গড়েছেন তিনি। বিজয় দিবসের সাঁতারে আবার নতুন রেকর্ড গড়বেন বলে আশা প্রকাশ করেন লিপটন। তাঁর এবারের সাঁতারের আয়োজন করছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন