কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চাকরিহারা ৮ কোটি মানুষ

সমকাল প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৭

করোনার প্রভাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আট কোটি মানুষ চাকরি হারিয়েছে। এ ছাড়া এ অঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থানের ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

'এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০২০' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আইএলও। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আট কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের শ্রমবাজারে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোটি কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। তুলনামূলক হিসাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম তিন মাসের তুলনায় দ্বিতীয় তিন মাসে ১৫ দশমিক ২ শতাংশ কর্মঘণ্টা কমে যায়। পরের তিন মাসে আরও ১০ দশমিক ৭ শতাংশ কমে। ২০১২ সালে যেখানে এই অঞ্চলে বেকারত্ব ছিল ৪ দশমিক ৮ শতাংশ, সেটি এবার বেড়ে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও