গ্রাহকের তথ্য সুরক্ষায় ব্যর্থতা: গ্রামীণফোনের বিরুদ্ধে পুলিশের মামলা
গ্রাহকের তথ্য সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার এ মামলাটি করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক।
গ্রামীণফোন বলছে, তারা গ্রাহক তথ্যের সুরক্ষায় বদ্ধপরিকর এবং এ বিষয়ে তদন্তে পুলিশকে সহযোগিতা করবে।
পুলিশ কর্মকর্তা হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় এক নম্বর আসামি করা হয়েছে গ্রামীণফোন লিমিটেডকে। আর গ্রামীণফোনকর্মী রুবেল মাহমুদ অনিককে দ্বিতীয়, পারভীন আক্তার নূপুরকে তিন নম্বর আসামি করা হয়েছে।”