সরকারি হাই স্কুলের ভর্তি ফরম বিতরণ শুরু

সমকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ২০:৩৭

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য মঙ্গলবার থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

করোনাজনিত পরিস্থিতিতে এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু মংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ-এই ঠিকানায় পাওয়া যাবে।

এদিকে, গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি দেওয়ার নিয়মাবলি প্রকাশ করা হয়েছে।

গতবারের মতো এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা ভাগ (এ, বি এবং সি) করে ভর্তি হবে। এবার একজন শিক্ষার্থী আবেদনের সময় প্রাপ্যতার ভিত্তিতে একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে যে কোনো একটি বিদ্যালয় নির্বাচন করে দেওয়া হবে। এতদিন একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী একটি গুচ্ছের মধ্যে মাত্র একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও